ঢাকাশুক্রবার , ২৮ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ নিউজ
  5. খেলা
  6. ফটোগ্যালারি
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. বিবিধ
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাবাংলা
  14. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৮০.৩৯

নবযুগ বার্তা কক্ষ
জুলাই ২৮, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৮০.৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যা গত বছরের তুলনায় ৭.০৫ শতাংশ কম। সেবছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। আজ শুক্রবার সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী। এবার ঢাকা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ। বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে এবার পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ। রাজশাহী বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৭৯ শতাংশ। কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। সিলেট বোর্ডে এবার পাসের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ । কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪.৭০ শতাংশ।
এবছর সালের এসএসসি পরীক্ষা শুরু হয় গত ৩০ এপ্রিল। শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এ বছর ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি