ঢাকারবিবার , ৩ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ নিউজ
  5. খেলা
  6. ফটোগ্যালারি
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. বিবিধ
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাবাংলা
  14. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে পাথালিয়া দাখিল মাদরাসা আছে, শিক্ষক উধাও

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি :
ডিসেম্বর ৩, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

যশোরের অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া দাখিল মাদরাসা আছে, শিক্ষক উধাও। রবিবার ৩ ডিসেম্বর ২০২৩ রবিবার সকাল ১১ টায় সরেজমিনে মাদরাসায় গিয়ে দেখা যায়, এমন ঘটনা। তথ্য অনুসন্ধানে জানা যায়, প্রায়ই ওই মাদরাসা নিয়মনীতি না মেনে শ্রেণিকার্যক্রম বন্ধ রাখা হয়। ফলে শিক্ষার্থী ও অভিভাবক মহল রয়েছে চরম বিপাকে। সরকারি কোন ছুটি বন্ধ না থাকলেও ওই মাদরাসার ভারপ্রাপ্ত সহকারী সুপার ও ওই মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজশে চলছে অনিয়ম খামখেয়ালিপনা। সূত্রে জানা গেছে, সরকারি নিয়মনীতিকে থোড়াই কেয়ার করেনা ওই মাদরাসার দায়িত্বরত শিক্ষকগণ। ফলে ওই মাদরাসার শিক্ষা ব্যবস্থা নাজেহাল হয়ে পড়েছে। অভিভাবক মহলের অনেকে নামপ্রকাশে না করার শর্তে অভিযোগ করে বলেন, মাদরাসার যে হাল দুর্নীতিবাজ সভাপতি ও শিক্ষকগণ করেছে ও করছে তাতে আমাদের সন্তানদের ওই মাদরাসায় লেখাপড়া করানো দায় হয়ে পড়েছে। তারা আরো জানান, আসছে দাখিল পরিক্ষা কোচিং করানোর কথা বলে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিয়েছে শিক্ষকরা কিন্তু কোচিং করাচ্ছে না। ফলে আমাদের সন্তানদের লেখা পড়া কি করে হবে? এবিষয়ে পাথালিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, পরীক্ষা শেষ তাই বন্ধ দেওয়া হয়েছে আমরা ছাত্র সংগ্রহে বের হয়েছি। সরকারি বন্ধ বা উপজেলা শিক্ষা অফিসার এই বিষয়ে অবগত আছেন কি না জানতে চাইলে তিনি বলেন, না শিক্ষা অফিসার এই ঘটনা জানেননা আমি এখনি মাদরাসায় আসতেছি আপনি একটু দাড়ান, কোন নিউজ করবেন না। এবং তিনি ভুল স্বীকার করেন। এবিষয়ে পাথালিয়া মাদরাসার সভাপতি জাকির হোসেন বলেন, মাদরাসা বন্ধ না পরীক্ষা শেষ তাই শিক্ষকরা মনে হয় ছাত্র কালেকশনে গিয়েছিলো। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, পরিক্ষা শেষ এই কারণে শিক্ষার্থী থাকবেনা কিন্তু প্রতিষ্ঠান বন্ধ রাখার কোন সুযোগ নেই আমি খোঁজ নিয়ে দেখি কি অবস্থা অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি