ঢাকাশুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ নিউজ
  5. খেলা
  6. ফটোগ্যালারি
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. বিবিধ
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাবাংলা
  14. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত

নিজস্ব সংবাদদাতা :
এপ্রিল ২৬, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তে ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে বুনোহাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। নিহত ওমর আলী মিস্ত্রি (৫০) ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গ্রাম বাতকুচি টিলা পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নালিতাবাড়ী মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম।
রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে ওমর আলী তার উঠতি বোরো ধান ক্ষেত পাহারা দিতে যান। রাত প্রায় ১১টার দিকে একদল বুনোহাতি পাহাড় থেকে নেমে এসে আকস্মিভাবে তার ওপর আক্রমণ করে।
হাতির দল ওমর আলীকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারে এবং পায়ে পিস্ট করে। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে ওমর আলীর ছিন্ন-ভিন্ন মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে বন বিভাগের লোকজন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অন্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিনভর বুনোহাতির দলটি চৌকিদার টিলা ও সমেশ্চুরাসহ আশেপাশের পাহাড়ি এলাকায় বিচরণ করছিল।
নিহত ওমর আলী বুনোহাতির আক্রমণে নিহত হওয়ায় তার পরিবারকে তিন লাখ টাকা সহায়তা দেওয়া হবে বলে জানান রেঞ্জ কর্মকর্তা।
রেঞ্জ কর্মকর্তা রফিকুল আরো জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কৃষক ওমর আলী মিস্ত্রির জানাজা শেষ তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি