ঢাকাবৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ নিউজ
  5. খেলা
  6. ফটোগ্যালারি
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. বিবিধ
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাবাংলা
  14. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকা কে হচ্ছে ভারতের সঙ্গী

নবযুগ বার্তা কক্ষ
নভেম্বর ১৬, ২০২৩ ৬:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আইসিসি ওয়ানেডে বিশ্বকাপের ১৩তম আসরের প্রথম সেমিফাইনাল শেষ। উড়তে থাকা ভারত কিউইদের ৭০ রানে হারিয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ১৯ নভেম্বরের ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার যোগ্যতা অর্জনের জন্য আগামীকাল কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। চলমান আসরের প্রথম দুই ম্যাচ হারলেও পরবর্তী সাত ম্যাচ জিতে শেষ চারে নাম লেখায় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অজিদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দুর্দান্ত খেলা সাউথ আফ্রিকা। এবার প্যাট কামিন্সদের হারিয়ে ‘চোকার্স’ তকমা ঘোচাতে মরিয়া টেম্বা বাভুমা বাহিনী।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনস ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ লড়াইয়ে নামবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে দুই দলের শুরুটা হয়েছিল একেবারে ভিন্ন আঙ্গিকে। ভারতের বিপক্ষে ৬ উইকেটে পরাজয়ের মাধ্যমে বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার। অন্যদিকে প্রোটিয়া বাহিনীর শুরুটা হয়েছিল রীতিমতো রেকর্ড গড়ে। প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক, ভ্যান ডার ডুসেন ও এইডেন মার্করামের বিধ্বংসী শতকে শ্রীলঙ্কাকে ১০২ রানে হারিয়েছিল টেম্বা বাভুমার দল।

সবশেষ ২০০৭ ক্যারিবিয়ান অঞ্চলে অনুষ্ঠিত বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। সেবার প্রোটিয়াদের ৭ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনাল খেলেছিল অজিরা। এছাড়া ১৯৯৯ আসরের শেষ চারের লড়াইয়ে ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা এক ম্যাচ উপহার দিয়েছিল দল দুটি। টাই হওয়া ম্যাচে হেড-টু হেডে এগিয়ে থেকে ফাইনালে যায় অস্ট্রেলিয়া।

রাউন্ড রবিন পর্বে অস্ট্রেলিয়াকে ১৩৪ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অজিদের সামনে ৩১২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল প্রোটিয়ারা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৭৭ রানেই গুটিয়ে যায় প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল।

বিশ্বকাপের মঞ্চে এর আগে মোট ছয়বার মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে চারটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। বাকি দুটিতে জয়ের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও একটি সেই স্মরণীয় টাই। তবে ওয়ানডের পরিসংখ্যানে বেশ এগিয়ে রয়েছে প্রোটিয়ারা। মোট ১০৮ বারের দেখায় আফ্রিকার জয় ৫৪টিতে অন্যদিকে অস্ট্রেলিয়ার জয় ৫০টি ম্যাচে। বাকি চার ম্যাচের তিনটি টাই ও একটি পরিত্যক্ত হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি