ঢাকাবৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ নিউজ
  5. খেলা
  6. ফটোগ্যালারি
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. বিবিধ
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাবাংলা
  14. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

হামাসের খোঁজে গাজার হাসপাতালে ইসরাইলি বাহিনীর হামলা

নবযুগ বার্তা কক্ষ
নভেম্বর ১৬, ২০২৩ ৬:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ইসরাইলি সেনারা স্থানীয় সময় বুধবার ভোরে, গাজার শিফা হাসপাতালে হামলা চালায়। হামাস জঙ্গিদের খোঁজে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কয়েক মিনিটের সতর্কবার্তা দেওয়ার পরই তারা এ হামলা চালায়।

ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)এক বিবৃতিতে বলেছে, “গোয়েন্দা তথ্য এবং অপারেশনাল প্রয়োজনীয়তার ভিত্তিতে আইডিএফ শিফা হাসপাতালের একটি নির্দিষ্ট এলাকায় হামাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও লক্ষ্যযুক্ত অভিযান চালাচ্ছে।”

বিবৃতিতে আইডিএফ হামাসের সব যোদ্ধাকে আত্মসমর্পণের আহ্বান জানায়।

ইসরাইলি অভিযোগ, হামাসের অস্বীকার

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. মুনির আল-বুরশ আল জাজিরা টেলিভিশনকে বলেন, ইসরাইলি বাহিনী মেডিকেল কমপ্লেক্সের পশ্চিম দিকে অভিযান চালিয়েছে।

এর আগে হামাস তাদের যোদ্ধাদের জন্য হাসপাতালগুলোকে আচ্ছাদন হিসেবে ব্যবহার করছে ইসরাইলের এই দাবিকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। ইসরাইল বলছে, শিফার নিচে একটি সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে। হামাস আবারও এই অভিযোগ অস্বীকার করেছে।

হামাস বলছে, প্রায় ৬৫০ জন রোগী এবং ৫,০০০-৭,০০০ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক হাসপাতালে আশ্রয় নিয়েছে।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গাজার হাসপাতালগুলোকে অবশ্যই রক্ষা করে চলতে হবে।

গাজা সিটির প্রধান চিকিৎসা কেন্দ্র শিফা হাসপাতালে বেশ কয়েকদিন ধরে ইসরাইলি বাহিনী কর্তৃক অবরুদ্ধ ও এর কারণে সৃষ্ট সংকটের অবনতির খবরের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট বাইডেন একথা বলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি