ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২০
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ নিউজ
  5. খেলা
  6. ফটোগ্যালারি
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. বিবিধ
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাবাংলা
  14. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কোভিড-১৯ থেকে সেরে ওঠার হার বাংলাদেশে আরো বেড়েছে

নবযুগ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ১৯, ২০২০ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,৫৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩২ জন।

 

এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জন।

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মারা যাওয়া মানুষের সংখ্যা ৪,৯১৩ জন।

 

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ২,০৫১ জন।

 

বাংলাদেশে এ পর্যন্ত কোভিড ১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জন।

 

গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৭৩ দশমিক ২৩ শতাংশ। আর এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের তুলনায় সুস্থাতার হার ছিল ৭২ দশমিক ৯৭ শতাংশ।

 

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় ১৩,১৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৯ হাজার ৬৭৯ জনের।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১১ দশমিক ৯ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৯ দশমিক ২০ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/রনি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি